আবার ঢাকা মাতাতে আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। আগামী ১০ মার্চ রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘অরিজিৎ সিং উইথ সিম্ফনি কনসার্ট’-এ উপভোগ করা যাবে তার পরিবেশনা। আর বাকি তিন দিন।
আয়োজক ধানসিঁড়ি কমিউনিকেশনস জানিয়েছে, কনসার্টের দিন বিকেলে সংবাদ সম্মেলনে হাজির হবেন অরিজিৎ। ঢাকায় তার সঙ্গী হচ্ছে ৭০ জন সিম্ফনি অর্কেস্ট্রায় অভিজ্ঞ দল।
অনুষ্ঠানে গান করবেন সংগীতশিল্পী মাহাদীও। এখন মধ্যে টিকিট বিক্রি। টিকিট পাওয়া যাচ্ছে আম্বার লাইফস্টাইল, স্বপ্ন সুপার স্টোর, সিম্ফনী ব্র্যান্ড আউটলেট ও সহজ ডট কম। টিকিটের মূল্য ১০ হাজার, ৫ হাজার ও ১২০০ টাকা।
২০১৪ সালের ১২ ডিসেম্বর যমুনা ফিউচার পার্কে ‘অরিজিৎ সিং লাইভ’ শীর্ষক কনসার্টে সংগীত পরিবেশন করেন অরিজিৎ। ২৮ বছর বয়সী এই তারকা এ নিয়ে তৃতীয়বার ঢাকায় আসছেন।