govt lagoআলমগীর হোসেন, দেশ প্রতিক্ষণ, ঢাকা: সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় কাজ করছে। এসব পরিকল্পনা নিয়ে এরই মধ্যে বিদেশি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে সরকার। চেয়েছে সহযোগিতা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে আছে। আর এই নীতির ওপর ভিত্তি করেই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ওই কর্মকর্তা জানান, এরই মধ্যে সরকার স্বল্পমেয়াদি কয়েকটি পরিকল্পনা বাস্তবায়ন করেছে। উদ্যোগ নিয়েছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন,‘প্রতিটি থানা, উপজেলা ও জেলা পর্যায়ে সন্ত্রাসবাদবিরোধী কমিটিগুলো শক্তিশালী করা হয়েছে। চালু করা হয়েছে কমিউনিটি পুলিশিং সেবা। জেলা প্রশাসকের তত্ত্বাবধানে এসব কমিটি কাজ করছে।’ তিনি আরও জানান, ‘কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কোনও শিক্ষার্থী নিখোঁজ থাকলে তা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর নির্দেশনা ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। সম্পন্ন হয়েছে নিখোঁজ শিক্ষার্থীদের ডাটাবেস তৈরির কাজও।’

ওই কর্মকর্তা বলেন, ‘দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ছোট-ছোট নাটিকা তৈরি করে গণমাধ্যমে সম্প্রচারের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নাটিকাগুলোর সম্প্রচারও শুরু হয়েছে। এছাড়া প্রতিটি মসজিদে নির্দেশনা আছে, নিয়মিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী আলোচনা করতে হবে।’

সামাজিক যোগাযোগ বাড়ানোর মাধ্যমে যুবসমাজকে উদ্দেশ করে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের চিন্তাভাবনা করছে বলেও জানান তিনি। বলেন, ‘আমাদের দীর্ঘমেয়াদি উদ্দেশ্য হলো, সামাজিক সচেতনতা বাড়ানো; যাতে দেশের সবাইকে নিয়ে সন্ত্রাসবাদ মোকাবিলা করা যায়।’