sumit samit groupদেশ প্রতিক্ষণ, ঢাকা: সামিট গ্রুপ কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে বেসরকারি প্রতিষ্ঠান প্রাইস ওয়াটারহাউস কুপার্সের সঙ্গে চুক্তি করেছে । আজ মঙ্গলবার সামিট সেন্টারে এই চুক্তি সই হয়।

নিজ নিজ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করেন সামিট কর্পোরেশনের ফিন্যান্স পরিচালক আজহারুল হক ও প্রাইস ওয়াটারহাউস কুপার্সের ব্যবস্থপনা পার্টনার মামুন রশীদ।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে,  পরিচালন দক্ষতা বাড়াতে অর্থনৈতিক প্রক্রিয়ার আধুনিকতম অটোমেশন ইআরপি সিস্টেম চালু করা হবে। ইআরপি সিস্টেম বাস্তবায়নের মাধ্যমে সামিট গ্রুপের পরিচালন দক্ষতা এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমের মধ্যে উন্নততর সমন্বয়ের  সুযোগ তৈরি হবে।

এর মাধ্যমে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ডাটা, তথ্যের সমন্বয়, কেন্দ্রীয় ভাবে রিপোটিং নিশ্চিত করা এবং অভ্যন্তরীণ কাজের গতি-প্রবাহ উন্নত করবে। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ ফরিদ খান,ভাইস-চেয়ারম্যান জাফর