nbl-lagoদেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) ৫৫.৫৭ কোটি টাকার ফ্ল্যাট ক্রয়ে কোনো অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কমিটির সদস্যরা হলেন: বিএসইসির পরিচালক মো: মনসুর রহমান,উপ-পরিচালক মো: নজরুল ইসলাম এবং সহকারি পরিচালক মো: বনি ইয়ামিন খান। বিএসইসির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, গত ১৭ অক্টোবর এনবিএল ঢাকার মোহাম্মদপুরে ৭৪ হাজার ৯৭০ স্কয়ার ফিটের ৫০টি  ফ্ল্যাট ক্রয়ের ঘোষণা দেয়। আর কোম্পানিটির  ফ্ল্যাট ক্রয়ে অনিয়ম হয়েছে বলে একজন বিনিয়োগকারি অর্থমন্ত্রনালয়ে অভিযোগ দাখিল করে। অভিযোগের পর অর্থমন্ত্রনালয় বিএসইসিকে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়। অর্থমন্ত্রনালয়ের নির্দেশের পর ঘটনা তদন্তে উক্ত কমিটি গঠন করা হয়।

এ বিষয়ে বিএসইসির নিবাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান জানান, এ বিষয়ে এনবিএলের কাছে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনসহ যাবতীয় প্রমাণপত্র চাওয়া হয়েছে। কাগজপত্র হাতে পাওয়ার পরই কমিশনের গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করবে।