উল্লেখযোগ্য পরিবর্তন নেই বাজারের
মো. সাজিদ খান : সপ্তাহের ৪র্থ কার্যদিবসে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি বাজারের। এদিন সূচক সামান্য বেড়েছে। তবে ডিএসইতে সামান্য লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। এছাড়া বেড়েছে বাজার মূলধন এবং অধিকাংশ কোম্পানির শেয়ার দর। আজ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। কিন্ত তার স্থায়িত্ব ছিল মাত্র ৮ মিনিট। এরপর প্রায় ২২ মিনিট ধরে টানা সূচক কমতে থাকে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সূচকের স্বাভাবিক ওঠানামায় লেনদেন চলে। ১২টার পর থেকে আবারও অস্বাভাবিক হারে একটানা সূচক কমতে থাকে যা ১টা পর্যন্ত অব্যাহত থাকে। পরর্বতীতে আবারও সূচক স্বাভাবিক ওঠানামায় লেনদেন চলে। দিনশেষে সুচক সামান্য যোগ হয়।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৬৮৪.৩১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩০৯.৮১ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৭.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৫১.৩৩ পয়েন্টে। আগের কার্যদিবসে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২১.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৬৮১.২৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩০৯.৬৬ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ০.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৪৩.৬৪ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৪ কোটি ৭ লাখ ৪৮ হাজার ৫৬৭টি শেয়ার ১ লাখ ৪৬ হাজার ৪৯৮বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৯৭২ কোটি ৫২ লাখ ৬৬ হাজার ৮৬৪.৫০ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে মোট ৩২ কোটি ৯৯ লাখ ৯৩ হাজার ২৫১টি শেয়ার ১ লাখ ৪৯ হাজার ৩৪১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৯৬৪ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৯৬.৫০ টাকা।
আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয়া ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। আগের কার্যদিবসে ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয়া ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।
আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ৭৬ হাজার ১৭২ কোটি ৭২ লাখ ২১ হাজার ৬৮৮.৩১ টাকা। আগের কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ৭৬ হাজার ১৪৫ কোটি ৩ লাখ ৪৩ হাজার ১৮৮.৩০ টাকা।
অন্যদিকে, আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২১.৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭৬৩০.৪৮ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১১.৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৬৮৬.৮৮ পয়েন্টে। এদিন সিএসই-৩০ ১৩.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৩১১.৫১ পয়েন্টে। সিএসই-৫০ ০.৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৯৪.০০ পয়েন্টে। এছাড়া সিএসসিআই ১.১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৯১.৮২ পয়েন্টে।
আগের কার্যদিবসে সিএসই সার্বিক সূচক ৫৯.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭৬০৮.৯১ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৩৫.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৬৭৫.১৭ পয়েন্টে। এদিন সিএসই-৩০ ৩৮.৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫২৯৮.২৮ পয়েন্টে। সিএসই-৫০ ৫.৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৯৪.৩০ পয়েন্টে। এছাড়া সিএসসিআই ২.৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৯০.৬৯ পয়েন্টে।
আজ সিএসইতে ২ কোটি ২৩ লাখ ৭০ হাজার ১১৯টি শেয়ার ১৮ হাজার ৫৮০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৫৭ কোটি ৫৪ লাখ ২৮ হাজার ৬০৯.৯০ টাকা। আগের কার্যদিবসে সিএসইতে ২ কোটি ৮৪ লাখ ৪৪ হাজার ৫১৩টি শেয়ার ১৯ হাজার ৭৫১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৬৭ কোটি ২০ লাখ ৬ হাজার ৪৬৬.৩০ টাকা।
আজ সিএসইতে মোট লেনদেন হওয়া ২৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে ৯৯টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির। আগের কার্যদিবসে সিএসইতে মোট লেনদেন হওয়া ২৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে ১১৪টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।
আজ সিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ৯ হাজার ১২৮ কোটি ৩ লাখ ৫৩ হাজার ৮৩১.১০ টাকা। আগের কার্যদিবসে সিএসইর বাজার মূলধন ৩ লাখ ৯ হাজার ৬৪ কোটি ২২ লাখ ৪৯ হাজার ৪৩৫.৭০ টাকা।