আরও ৬০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে ভারত
দেশ প্রতিক্ষণ, ঢাকা : ভারতের ত্রিপুরা থেকে বর্তমানে বাংলাদেশে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আসছে। নতুন করে আরও ৬০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে।
আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চলতি বছরের ৫ম সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ত্রিপুরার সূর্য মণিনগর বিদ্যুৎ স্টেশন থেকে বিশালগড় মহকুমার কৈয়াঢেপা সীমান্তে হয়ে নির্মিত পরিবাহী লাইন দিয়ে বর্তমানে দৈনিক ১০০ মেগাওয়াট আসছে বাংলাদেশের দক্ষিণ কুমিল্লায়। একই পদ্ধতিতে এই ৬০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে পৌঁছাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে নতুন এ বিদ্যুৎ আমদানি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান জানান, প্রতি কিলোওয়াট বিদ্যুতের ট্যারিফ ধরা হয়েছে ৫.৫৪ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৬.৩১ টাকা।
জানা যায়, ১০০ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয়ের পর বাংলাদেশ আরো ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কিনতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের দক্ষিণ কুমিল্লা বিদ্যুৎ স্টেশনের ট্রান্সফরমাটির ক্ষমতা কম। তাই আপাতত ৬০ মেগাওয়াট বিদ্যুৎ কেনা হচ্ছে।