অ্যাডভেন্ট ফার্মার আইপিও অনুমোদন
দেশ প্রতিক্ষণ, ঢাকা: অ্যাডভেন্ট ফার্মার আইপিও অনুমোদন শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের লক্ষ্যে ওষুধ ও রসায়ন খাতের অ্যাডভেন্ট ফার্মাকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (২ জানুয়ারি) বিএসইসির ৬২২তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, অ্যাডভেন্ট ফার্মা শেয়ারবাজারে ২ কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা উত্তোলন করবে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলন করে কোম্পানিটি যন্ত্রপাতি ক্রয় ও ভবন নির্মাণে ব্যবহার এবং আইপিও খরচপরিচালনায়ব্যয় করবে।
আর্থিক বিবরণী অনুযায়ী ২০১৭ সালের ৩০ জুন কোম্পানিটির (পুন:মূল্যায়ন ছাড়া) শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাড়িয়েছে ১২.৪৫ টাকায়। আর বিগত ৪অর্থবছরে কোম্পানির ওয়েটেড শেয়ারপ্রতিমুনাফা (ইপিএস) হয়েছে ০.৯১ টাকা।
আইপিওতে কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটালি, আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং সিএপিএম এডভাইজারি।