দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত চার কোম্পানি বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে পুড়েছে। প্রতিষ্ঠানগুলো হলো: আমরা নেটওয়ার্ক, আমরা টেকনোলজি, কাশেম ইন্ডাস্ট্রিজ ও মিকা সিকিউরিটিজ। এর মধ্যে আমরা টেকনোলজির যাবতীয় সরঞ্জাম পুড়ে ছাঁই হয়ে গেছে বলে সরেজমিন গিয়ে দেখা গেছে।

অনুসন্ধানে জানা যায়, এফ আর টাওয়ারের ৯ তলায় আমরা টেকনোলজির অফিস ছিল। আগুনের সূত্রপাত ৯ তলা থেকে হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা টেকনোলজির অফিস। আসবাব থেকে শুরু করে কম্পিউটারসহ সব সরঞ্জাম পুড়ে ছাঁই হয়েছে। অবশ্য কর্মরতরা বেরিয়ে আসতে সক্ষম হন ইন্টারনেটভিত্তিক দেশীয় এ প্রতিষ্ঠানটির।

শুক্রবার অগ্নিকাণ্ডের বিষয়ে কথা হয় প্রতিষ্ঠানটির সচিব এনামুল হকের সঙ্গে। তিনি জানান, আল্লাহর অশেষ রহমতে আমাদের প্রতিষ্ঠানের কেউ আগুনের ঘটনায় নিহত হয়নি। তবে ছয় জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আগুনে ক্ষয়ক্ষতির ব্যাপারে তিনি ওই সময় কিছু জানাতে পারেননি।