দেশ প্রতিক্ষণ, ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত ডিসেম্বর ক্লোজিং কোম্পানিগুলোর বার্ষিক সাধারন সভার (এজিএম) মৌসুম চলছে। এর ধারাবাহিকতায় চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব কোম্পানির এজিএম হবে সেগুলো হচ্ছে: পূর্বালী ব্যাংক লিমিটেড: আগামীকাল ১৯ মে সকাল সাড়ে ১০ টায় মতিঝিল ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটরিয়ামে এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর,১৮ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৩ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ এবং ৩ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক: কোম্পানির এজিএম আগামী ২০ মে সকাল ১১ টায় কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

ঢাকা ব্যাংক: আগামী ২০ মে সকাল ১১ টায় মিন্টু রোডের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হবে ঢাকা ব্যাংকের এজিএম। কোম্পানিটি গত সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এরমধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।

হাইডেলবার্গ সিমেন্ট : কোম্পানির এজিএম আগামী ২২ মে নারায়নগঞ্জের রূপগঞ্জ ফ্যাক্টরী প্রাঙ্গনে সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি গত সমাপ্ত হিসাব বছরে ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

ইস্টার্ন ব্যাংক: কোম্পানির এজিএম আগামী ২৩ মে সকাল ১১ টায় রাজধানীর রমনা ইস্কাটন গার্ডেন পুলিশ কনভেনশন হলে অনুষ্ঠিত হবে।কোম্পানিটি গত সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস রয়েছে।