ডাচ্-বাংলা ও সাউথইস্ট ব্যাংকে অফিসার নিয়োগ
দেশ প্রতিক্ষণ, ঢাকা: জনবল নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি দুই ব্যাংক। বিজ্ঞপ্তি অনুসারে প্রবেশনারি ও ট্রেইনি অফিসার নেবে ডাচ্-বাংলা ব্যাংক এবং বেসরকারি সাউথইস্ট ব্যাংক লিমিটেড। ট্রেইনি অফিসারের বেতন ৩৮ হাজার থেকে শুরু হবে। আর প্রবেশনারি অফিসারের বেতন ৪৫ হাজার থেকে শুরু হয়ে এক বছর পর ৬৫ হাজার হবে।
ডাচ বাংলা ব্যাক: যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এমবিএ (বিআইবিএম), বিএসসি ইঞ্জিনিয়ারিং (বুয়েট/রুয়েট/কুয়েট/চুয়েট), বিবিএ (আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়)। প্রার্থীর কমপক্ষে তিনটি প্রথম বিভাগ/সমমান জিপিএ থাকতে হবে। কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা কোটায় ৩২ বছর। প্রার্থীকে কম্পিউটার, বাংলা ও ইংরেজিতে দক্ষ হতে হবে। দেশের যেকোনো স্থানে কাজের মানসিকতা রাখতে হবে।
বেতন: ৪৫,০০০/ (১ বছর প্রবেশন পিরিয়ড পর্যন্ত)। প্রার্থীকে ব্যাংকের ওয়েবসাইট https://app. dutchbanglabank.com/Online_Job/ -এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা: ১৯ সেপ্টেম্বর, ২০১৯ তারিখ পর্যন্ত।
সাউথইস্ট ব্যাংক
বেসরকারি সাউথইস্ট ব্যাংক লিমিটেড প্রবেশনারি অফিসার নেবে। এ-সংক্রান্ত চাকরির বিজ্ঞাপন গত ২৩ আগস্ট প্রথম আলোর ৮ নম্বর পৃষ্ঠায় ছাপা হয়েছে। চাইলে আপনিও আবেদন করতে পারেন।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কমপক্ষে জিপিএ-৪ থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ-৩ থাকতে হবে। ৩১ জুলাই ২০১৯ তারিখের মধ্যে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। প্রার্থীর ভালো যোগাযোগ দক্ষতা, ইংরেজি ও কম্পিউটারে দক্ষ হতে হবে।
বেতন: প্রবেশনারি অফিসার থাকা পর্যন্ত বেতন ৪৫ হাজার টাকা দেওয়া হবে। এক বছর শেষে বেতন হবে ৫০ হাজার। প্রবেশনারি সময় (২ বছর) শেষে সিনিয়র অফিসার পদ দেওয়া হবে। ওই সময় বেতন হবে ৬৫ হাজার টাকা। আগ্রহী প্রার্থীকে (www.southeastbank.com.bd) ওয়েবসাইটে আবেদন করতে হবে। নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। আবেদনের শেষ সময় ২৩ সেপ্টেম্বর, ২০১৯ তারিখ পর্যন্ত।
ট্রেইনি অফিসার: ট্রেইনি অফিসার পদেও লোক নেবে সাউথইস্ট ব্যাংক। শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কমপক্ষে জিপিএ ৪.০০ থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ২.৮০ থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩০ বছর। বেতন: ৩৮,০০০/ টাকা (প্রথম ১ বছর প্রবেশন পিরিয়ড পর্যন্ত)। আগ্রহী প্রার্থীকে www.southeastbank.com.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা: ৬ অক্টোবর, ২০১৯ তারিখ পর্যন্ত।
ফিমেল ট্রেইনি অফিসার: শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কমপক্ষে জিপিএ ৪.০০ থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ২.৮০ থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩০ বছর।
বেতন: ৩৮,০০০/ টাকা (প্রথম ১ বছর প্রবেশন পিরিয়ড পর্যন্ত)। আগ্রহী প্রার্থীকে www.southeastbank.com.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা ৩০ সেপ্টেম্বর, ২০১৯ তারিখ পর্যন্ত।