দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর,১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সময়ে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৪ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ২৬ পয়সা। অন্যদিকে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ঝড়ষড় ঊচঝ) হয়েছে ১৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২২ পয়সা। চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি,১৯-সেপ্টেম্বর,১৯) কোম্পানির কনসোলিডেটেড ইপিএস হয়েছে ২ টাকা ১৯ পয়সা।

যা আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ১৪ পয়সা। অন্যদিকে এককভাবে ইপিএস হয়েছে ২ টাকা ১৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ১৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর,১৯ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬৫ টাকা ৩৭ পয়সা।