দেশ প্রতিক্ষণ, ঢাকা:পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এসকোয়্যার নিট প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বিনিয়োগকারীদের থেকে উত্তোলিত অর্থের সঠিক ব্যবহার নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এমনকি এসকোয়্যার নিটের ব্যবস্থাপনা পরিচালকের মেয়েদের কনস্ট্রাকশন কোম্পানি দিয়ে ভবন নির্মাণ করা হলেও তা সবার উদ্দেশ্যে প্রকাশ না করায় এই প্রশ্ন উঠেছে।

এসকোয়্যার নিট কর্তৃপক্ষ শেয়ারবাজার থেকে উত্তোলিত অর্থের ফান্ড ব্যবহার করছে তাদের স্বার্থ সংশ্লিষ্ট পিনাকল কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের মাধ্যমে। যে কনস্ট্রাকশন কোম্পানির চেয়ারম্যান আয়েশা হাবিব ও এমডি তামান্না হাবিব এসকোয়্যার নিটের এমডি এহসানুল হাবিবের কন্যা।

আন্তর্জাতিক হিসাব মান (আইএএস) অনুযায়ি, রিলেটেড পার্টির সঙ্গে লেনদেনের বিষয় আর্থিক হিসাবে প্রকাশ করতে হয়। তবে এসকোয়্যার নিট কর্তৃপক্ষ প্রায় ৯ মাস ধরে পিনাকল কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের মাধ্যমে ভবন তৈরী করলেও তা প্রকাশ করেনি। এরইমধ্যে কয়েকটি প্রান্তিক (কোয়ার্টার) আর্থিক হিসাব প্রকাশ করা হয়েছে।

মার্চেন্ট ব্যাংকের একপ্রধান নির্বাহী বলেন, রিলেটেড পার্টির সঙ্গে লেনদেনের বিষয় অবশ্যই আর্থিক হিসাবে প্রকাশ করতে হবে। এক্ষেত্রে কোয়ার্টারলি আর্থিক হিসাব আগে প্রকাশের সময় চলে আসলে, ওই হিসাবেই তুলে ধরতে হবে। কোয়ার্টারলি হিসাবও আন্তর্জাতিক হিসাব মান মেনেই করতে হয়। তাই কোয়ার্টারলিতে না করে বার্ষিক প্রতিবেদনে প্রকাশের যুক্তি দেখানোর সুযোগ নেই।

এ বিষয়ে এসকোয়্যার নিটের প্রকল্প ম্যানেজার মিজানুর রহমান বলেন, আমরা রিলেটেড পার্টির লেনদেনের বিষয়টি ২০১৮-১৯ অর্থবছরের পূর্ণ আর্থিক প্রতিবেদনে প্রকাশ করব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোয়ার্টারলি আর্থিক হিসাবে প্রকাশে বাধা নেই। তবে আমরা তা করি নাই। পূর্ণাঙ্গ আর্থিক হিসাবে প্রকাশ করব। এসকোয়্যার নিট কর্তৃপক্ষ শেয়ারবাজার থেকে উত্তোলিত ১৫০ কোটি টাকার মধ্যে প্রায় ১০০ কোটি ৪২ লাখ টাকা ব্যবহার করবে পিনাকল কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের মাধ্যমে।

এরইমধ্যে গত ৩০ নভেম্বর পর্যন্ত ৪১ কোটি ৪৪ লাখ টাকা ব্যবহার করা হয়েছে। তবে কনস্ট্রাকশন কোম্পানিটিকে গত অক্টোবরের মধ্যেই ৫৪ কোটি ৯ লাখ টাকা প্রদান করা হয়। যে কনস্ট্রাকশন কোম্পানিটি গঠন করা হয় ২০১৮ সালের আগষ্টে। উল্লেখ্য, এসকোয়্যার নিট যোগ্য বিনিয়োগকারীদের কাছে প্রতিটি শেয়ার ৪৫ টাকা ও সাধারন বিনিয়োগকারীদের কাছে ৪০ টাকা করে ইস্যু করে। যে কোম্পানির শেয়ার দর সোমবার (০৬ জানুয়ারি) লেনদেন শেষে ২৮.৩০ টাকায় দাড়িঁয়েছে।