দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ৫০০ কোটি টাকার সাবঅর্ডিনেট বন্ড ছাড়বে। আজ বৃহস্পতিবার(১৯নভেম্বর) কোম্পনির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়। ব্যাসেল ৩ এর গাইডেন্স অনুসারে ব্যাংকের মূলধন বৃদ্ধির লক্ষ্যে নন কনভার্টেবল সাবঅর্ডিনেট বন্ড ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫০০ কোটি টাকা উত্তোলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

তবে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চূড়ান্ত অনুমোদন দিলে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করবে কোম্পানিটি।পুঁজিবাজারে ২০০৪ সালে মার্কেন্টাইল ব্যাংক তালিকাভুক্ত হয়েছে। কোম্পানির অনুমোদিত মূলধন ১ হাজার ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৯৮৪ কোটি টাকা।