দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে হঠাৎ উত্থানের একদিন পর মঙ্গলবার সব ধরনের সূচকে পতন হয়েছে। দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট কমে ৫ হাজার ৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ১৭৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৮১২ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯৭৫ কোটি ৫১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ১৩৭ কোটি ৩৪ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৮৪টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৮টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪৬ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৭৩ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৫৪ পয়েন্ট কমে ৮ হাজার ৮২৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৬৮টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৪৭ কোটি ৮৬ লাখ টাকা।