দেশ প্রতিক্ষণ, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শুরু হওয়া এসএমই প্লাটফর্মে ট্রেডিং উদ্বোধনী উদযাপন করেছে নাসডাক। প্রতিষ্ঠানটি আমেরিকার নিউইয়র্কে টাইমস স্কয়ারের বিলবোর্ডে ডিএসইর এসএমই ট্রেডিং মার্কেট উদ্বোধনীর প্রদর্শনী তুলে ধরে।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিএসইর এসএমই প্লাটফর্মে লেনদেনের উদ্বোধন করেন।

ছয় কোম্পানির লেনদেন দিয়ে ডিএসইর এসএমই প্লাটফর্ম উদ্বোধন করা হয়। এরমধ্যে কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) মাধ্যমে অর্থ উত্তোলন করা মাস্টার ফিড অ্যাগ্রোটেক ও অরিজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ রয়েছে। এছাড়া ওটিসি ফেরত অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিসিং মিলস, ওয়ান্ডারল্যান্ড টয়েস, হিমাদ্রি ও বেঙ্গল বিস্কুট লিমিটেড রয়েছে।

ডিএসইর এই এসএমই বোর্ডের উদ্বোধনীকেই উদযাপন করেছে স্টক এক্সচেঞ্জটির সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠান নাসডাক। যা টাইমস স্কয়ারের বিলবোর্ডে তুলে ধরে।