দেশ প্রতিক্ষণ, ঢাকা: দেশবন্ধু পলিমার লিমিটেডের পরিচালনা পর্ষদ স্থানীয় সুকুক বন্ডের মাধ্যমে ৫০০ কোটি টাকা উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড সুকুক বন্ডের ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি প্রাপ্তির পর পুঁজিবাজার থেকে ৫০০ কোটি টাকা তুলবে দেশবন্ধু পলিমার লিমিটেড।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম রহমান, নির্বাহী পরিচালক মোমতাজুল ইসলাম, উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সারোয়ার জাহান তালুকদার, ডিএমডি এমএ বশির আহমেদ, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাকির হোসেন, সিএফও মো. আছিয়ল হকসহ ইস্যু ম্যানেজার প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তি অনুযায়ী অতি দ্রুত ইস্যু ম্যানেজার প্রতিষ্ঠান দুটি সুকুক বন্ডের মাধ্যমে টাকা তোলার জন্য যাবতীয় কাজ সম্পন্ন করবেন। পরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বরাবর আবেদন করা হবে। বিএসইসির অনুমতি প্রাপ্তির পর শেয়ারবাজার থেকে উল্লেখিত ৫০০ কোটি টাকা তুলবে দেশবন্ধু পলিমার লিমিটেড।