দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচেক ও লেনদেনের উত্থানে ১৩ খাতের বিনিয়োগকারীরা ফুরফুরে মেজাজে। আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৮৯ পয়েন্ট বা ১.২৯ শতাংশ। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। পাশাপাশি লেনদেনও কমেছে প্রায় ৫৩১ কোটি ৯৩ লাখ ৫৮ হাজার ১৬৭ টাকা বা ৮.২৭ শতাংশ। ডিএসই এবং ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।

চাঙ্গা বাজারে সাপ্তাহিক রিটার্নে ডিএসইর ২০ খাতের মধ্যে ১৩ খাতের শেয়ারদর বেড়েছে। দর বাড়াতে এই ১৩ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহের ব্যবধানে ভালো মুনাফায় রয়েছেন। খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা পেয়েছেন তথ্য প্রযুক্তি খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছেন ৬.২০ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন বিবিধ খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছেন ৪.৯০ শতাংশ।

এছাড়া, মুনাফায় থাকা অন্য খাতগুলো হলো- সিরামক খাতে ২ শতাংশ, সেবা ও আবাসন খাতে ১.৯০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ১.৯০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১.৭০ শতাংশ, প্রকৌশল খাতে ১.৫০ শতাংশ, ব্যাংক খাতে ১.৪০ শতাংশ, সিমেন্ট খাতে ১.৩০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.২০ শতাংশ, জীবন বিমা খাতে ০.৮০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.৩০ শতাংশ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.২০ শতাংশ।

অপরদিকে, ৭ খাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছেন। সবচেয়ে বেশি লোকসানে রয়েছে পেপার ও প্রিন্টিং খাতের বিনিয়োগকারীরা। এ খাতের বিনিয়োগকারীরা লোকসান গুনেছেন ৪.৯০ শতাংশ। লোকসানে থাকা অন্য খাতগুলো হলো- সাধারণ বিমা খাতে ৪.৩০ শতাংশ, ট্যানারী খাতে ৩.৯০ শতাংশ, বস্ত্র খাতে ১.৯০ শতাংশ, পাট খাতে ১.২০ শতাংশ, আর্থিক খাতে ০.৮০ শতাংশ এবং মিউচুয়াল ফান্ড খাতে ০.৪০ শতাংশ।