দেশ প্রতিক্ষণ, ঢাকা: ব্যাংক-বিমা, আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড ও বহুজাতিক কোম্পানি বাদে জুন ক্লোজিং কোম্পানিগুলোর মধ্যে এ পর্যন্ত ১৮৭টি কোম্পানি ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৪৯টি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং ৩৮টি কোম্পানি ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। এর মধ্যে ১৭ কোম্পানি লভ্যাংশে চমক দেখিয়েছে।

২০২১ অর্থবছরে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দেওয়া ১৪৯টি কোম্পানির মধ্যে ১০০ শতাংশের বেশি ডিভিডেন্ড দিয়েছে তিনটি কোম্পানি। কোম্পানিগুলো হলো ওয়ালটন হাইটেক, ইউনাইটেড পাওয়ার ও রেনেটা ফার্মা।

এছাড়া ২০২১ অর্থবছরে ৮টি কোম্পানি ৫০ শতাংশ থেকে ১০০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। কোম্পানিগুলো হলো: এসিআই লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ, মবিল যমুনা, অ্যারামিট লিমিটেড, কোহিনূর কেমিক্যাল, বিএসআিএম লিমিটেড ও ফার্মা এইড লিমিটেড। এছাড়া ২০২১ অর্থবছরে ৮ কোম্পানি ৩০ শতাংশ থেকে ৫০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে।

কোম্পানিগুলো হলো-এসিআই ফরমুলেশন, এপেক্স ফুটওয়্যার, বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, বেক্সিমকো ফার্মা, বিএসআরএম স্টিল, জেএমআই সিরিঞ্জ এবং ওয়াটা কেমিক্যালস লিমিটেড।

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ২০২১ অর্থবছরের জন্য ২৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়ে জুন ক্লোজিং কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে। আগের বছর কোম্পানিটি ডিভিডেন্ড দিয়েছিল ২০০ শতাংশ ক্যাশ। করোনার মধ্যেও কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ২০ শতাংশ।

ইউনাইটেড পাওয়ার ২০২১ অর্থবছরের জন্য ১৭০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়ে জুন ক্লোজিং কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। আগের বছর কোম্পানিটি ডিভিডেন্ড দিয়েছিল ১৪৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস। কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে প্রায় ১৫ শতাংশ।

আর রেনেটা ফার্মা ১৫৫ শতাংশ ডিভিডেন্ড (১৪৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস) দিয়ে জুন ক্লোজিং কোম্পানির মধ্যে তৃতীয় স্থানে অবস্থান করছে। আগের বছর কোম্পানিটি ডিভিডেন্ড দিয়েছিল ১৩০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস। কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ১৬ শতাংশের বেশি।

এসিআই লিমিটেড : ২০২১ অর্থবছরে কোম্পানিটি ৬৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ডিভিডেন্ড দিয়েছিল ৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস। কোম্পানিটির ডিভিডেন্ড কমেছে ১১ শতাংশের বেশি।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস : ২০২১ অর্থবছরে কোম্পানিটি ৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ডিভিডেন্ড দিয়েছিল ৪৭ শতাংশ ক্যাশ ও শতাংশ ৫ বোনাস। কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ১৩ শতাংশের বেশি।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ : ২০২১ অর্থবছরে কোম্পানিটি ৫৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ডিভিডেন্ড দিয়েছিল ৫২ শতাংশ ক্যাশ। কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে প্রায় ৪ শতাংশ।

মবিল যমুনা : ২০২১ অর্থবছরে কোম্পানিটি ৫৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ডিভিডেন্ড দিয়েছিল ৪৫ শতাংশ ক্যাশ। কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ১৮ শতাংশের বেশি।

আরামিট লিমিটেড: ২০২১ অর্থবছরে কোম্পানিটি ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ডিভিডেন্ড দিয়েছিল ৫০ শতাংশ ক্যাশ। কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।

কোহিনূর কেমিক্যাল: ২০২১ অর্থবছরে কোম্পানিটি ৩৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ডিভিডেন্ড দিয়েছিল ৩৫ শতাংশ ক্যাশ ও শতাংশ ১০ বোনাস। কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ১০ শতাংশ।

ফার্মা এইড: ২০২১ অর্থবছরে কোম্পানিটি ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ডিভিডেন্ড দিয়েছিল ৫০ শতাংশ ক্যাশ। কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।

বিএসআরএম লিমিটেড: ২০২১ অর্থবছরে কোম্পানিটি ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ডিভিডেন্ড দিয়েছিল ১৫ শতাংশ ক্যাশ। কোম্পানিটির ডিভিডেন্ড বড় বেড়েছে তিনগুণের বেশি।

এসিআই ফরমুলেশন: ২০২১ অর্থবছরে কোম্পানিটি ৩০ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ডিভিডেন্ড দিয়েছিল ২০ শতাংশ ক্যাশ। কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে প্রায় ৪৩ শতাংশ।

এপেক্স ফুটওয়্যার: ২০২১ অর্থবছরে কোম্পানিটি ৩৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ডিভিডেন্ড দিয়েছিল ২৫ শতাংশ ক্যাশ। কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে সাড়ে ৩৭ শতাংশ।

বেক্সিমকো লিমিটেড: ২০২১ অর্থবছরে কোম্পানিটি ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ডিভিডেন্ড দিয়েছিল ৫ শতাংশ ক্যাশ। কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ৭ গুণ।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস: ২০২১ অর্থবছরে কোম্পানিটি ৩৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ডিভিডেন্ড দিয়েছিল ২০ শতাংশ ক্যাশ। কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে প্রায় ৪৬ শতাংশ।

বেক্সিমকো ফার্মা: ২০২১ অর্থবছরে কোম্পানিটি ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ডিভিডেন্ড দিয়েছিল ১৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ বোনাস। কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে প্রায় ৪৩ শতাংশ।

বিএসআরএম স্টিল: ২০২১ অর্থবছরে কোম্পানিটি ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ডিভিডেন্ড দিয়েছিল ১৫ শতাংশ ক্যাশ। কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে আড়াই গুণের বেশি।

জেএমআই সিরিঞ্জ: ২০২১ অর্থবছরে কোম্পানিটি ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ডিভিডেন্ড দিয়েছিল ৩০ শতাংশ ক্যাশ। কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।

ওয়াটা কেমিক্যাল: ২০২১ অর্থবছরে কোম্পানিটি ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ডিভিডেন্ড দিয়েছিল ৫০ শতাংশ ক্যাশ। কোম্পানিটির ডিভিডেন্ড কমেছে ৪০ শতাংশ।