দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে টানা দরপতনের ফলে সেকেন্টারি মার্কেটে তারল্য প্রবাহ নিশ্চিতকল্পে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) থেকে আরও ১০০ কোটি টাকা দ্রুত বিনিয়োগের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজাউল করিম বলেন, সেকেন্ডারি মার্কেটে তারল্য প্রবাহ নিশ্চিতকল্পে এই টাকা দ্রুত বিনিয়োগ করা হবে। সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর পরে দেশের শেয়ারবাজারে ধারাবাহিক পতন শুরু হয়। যা গতকাল ১৮২ পয়েন্টের মতো বড় পতন সৃষ্টি করে। এছাড়া আজ সকাল ১০টা ৫২ মিনিটেই আরও ১৩৮ পয়েন্ট পড়ে গিয়েছিল।

যার আলোকে স্ট্যাবিলাইজেশন ফান্ড থেকে ১০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিল বিএসইসি। এর আগে গত ২৮ নভেম্বর সিএমএসএফ থেকে ১০০ কোটি টাকা টিডিআর রূপে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে (আইসিবি) বিনিয়োগে সম্মতি জানিয়ে চিঠি দেয় বিএসইসি।