দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির ঘোষিত বোনাস লভ্যাংশের শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি তিনটি হলো- সাইফ পাওয়ারটেক, শেফার্ড ইন্ডাস্ট্রিজ ও অ্যাসোসিয়েটেড অক্সিজেন।

তথ্য মতে, কোম্পানি তিনটির বোনাস লভ্যাংশের শেয়ার ১০ মার্চ (বৃহস্পতিবার) শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে। এর আগে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অ্যাসোসিয়েটেড অক্সিজেন ৭ শতাংশ,

সাইফ পাওয়ারটেক ৬ শতাংশ এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। পরবর্তীতে কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিতে তা অনুমোদন দেওয়া হয়।