ডিএসইতে টানা চার কার্যদিবস পর উত্থানে ফিরল
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে টানা চার কার্যদিবস দরপতনের পর অবশেষে কিছুটা উত্থানে ফিরেছে। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সাথে অধিকাংশ সিকিউরিটিজের দর এবং টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে।
আজ প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২১.২১ পয়েন্ট বা ০.৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৬২.৪৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.২০ পয়েন্ট বা ০.৪২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৬.৯২ পয়েন্ট বা ০.২৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৫৯.৮১ পয়েন্টে এবং দুই হাজার ৪৫৮.৫১ পয়েন্টে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৪১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১২৬ কোটি ১৫ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৫১৫ কোটি ৬৪ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২১৭টির বা ৫৭.২৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১১০টির বা ২৯.০২ শতাংশের এবং ৫২টি বা ১৩.৭২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৩.৭১ পয়েন্ট বা ০.২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৫৫.৪৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২০টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দর। আজ সিএসইতে ১৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।