চতুর্থ শিল্প বিপ্লবে গ্রাজুয়েটদের মুখ্য ভূমিকা রাখতে হবে: শিক্ষামন্ত্রী
দেশ প্রতিক্ষণ, ঢাকা : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের চতুর্থ শিল্প বিপ্লবের প্রসার ও বাস্তবায়নে গ্রাজুয়েটদের মুখ্য ভূমিকা রাখতে হবে। বিদ্যায়তনিক যোগ্যতা অর্জনের পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রচলিত উৎপাদন এবং শিল্প ব্যবস্থার আধুনিকায়নে গ্রাজুয়েটদের অংশগ্রহণ করতে হবে। রোববার সকালে উত্তরা ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে সভাপতি ও প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী একথা বলেন। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা এখনো পাড়ি দিচ্ছি গোটা পৃথিবীকে বিপর্যস্ত করে তোলা করোনা নামক অতিমারি। এটি যেমন সময়ের সবচেয়ে বড় দুর্দশার গল্প, তেমনি এটি ন্যূনতম ক্ষতির মধ্যে দিয়ে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সরকারের অভূতপূর্ব সাফল্যেরও গল্প। আমরা জীবনকে অগ্রাধিকার দিয়েছি। ফলে মহামারির চূড়ায় আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার হঠকারিতা করিনি।
চেষ্টা করেছি দ্রুততম সময়ে আপামর জনসাধারণ ও অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের জন্যে টিকার ব্যবস্থা করে আবার দেশ তথা শিক্ষা প্রতিষ্ঠানে প্রাণ সঞ্চার করার। আবার, অনলাইন ক্লাসের মতো বিকল্প ব্যবস্থাপনায় আমরা একটি মুহূর্তের জন্যেও শিক্ষা ব্যবস্থাকে স্থবির হতে দেইনি। এই অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে সচল রাখা এবং শিক্ষার্থীদের জীবনের মূল্যবান সময়কে অপচয়ের হাত থেকে রক্ষা করা হয়েছে।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ। শুভেচ্ছা বক্তব্য দেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম আজিজুর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ বলেন, সমাবর্তন একটি বিশ্ববিদ্যালয়ের জন্যে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। কারণ এ অনুষ্ঠানের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করা হয়। একজন শিক্ষার্থীর জীবনে এ ধরনের আনুষ্ঠানিক স্বীকৃতি তার ভবিষ্যৎ কর্মজীবন ও আত্মবিশ্বাস অর্জনে অত্যন্ত তাৎপর্যময়। কর্মজীবনে প্রবেশ ও এতে সফল হওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় শিক্ষা, দক্ষতা ও আগ্রহ সৃষ্টিতে এ বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে আমার বিশ্বাস। এই শুভক্ষণে গ্র্যাজুয়েটদের সঙ্গে থাকতে পেরে আমি গৌরববোধ করছি। এই কার্যক্রমের সঙ্গে যারা জড়িত ছিলেন তারা সকলেই এই সাফল্যের অংশীদার।