দেশ প্রতিক্ষণ, ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দুজন শেয়ারহোল্ডার পরিচালক এ বছর অবসর নেবেন। প্রতিষ্ঠানটির সংঘস্মারকের ১৪০ অনুচ্ছেদ অনুযায়ী তাদের স্থলে ডিএসইর পর্ষদে দুজন শেয়ারহোল্ডার পরিচালক যুক্ত করার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ডিএসইর পরিচালনা পর্ষদ নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিশন গঠন করেছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদকে চেয়ারম্যান এবং মোরশেদ সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান আজিজুর রহমান ও স্টক অ্যান্ড বন্ড লিমিটেডের পরিচালক মোহাম্মদ এ হাফিজকে সদস্য করে নির্বাচন কমিশন গঠন করেছে ডিএসই।