দেশ প্রতিক্ষণ, ঢাকা: রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যবহারের জন্য আরেক দফায় সময় বাড়াতে চায় পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ। এজন্য শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ২০ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহ্বান করেছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে চলতি বছরের ২৪ নভেম্বর।

তথ্য অনুসারে, রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ১০ টাকা ফেস ভ্যালুর ৮ কোটি ৯৯ লাখ ৩২ হাজার ৩৪২টি শেয়ার বাজারে ছেড়ে ৮৯ কোটি ৯৩ লাখ ২৩ হাজার ৪২০ টাকার মূলধন উত্তোলন করেছে। এ অর্থ ব্যবহারে এরই মধ্যে দুই বার সময় বাড়িয়েছে কোম্পানিটি।