দেশ প্রতিক্ষণ, ঢাকা: কাতার বিশ্বকাপের পর থেকেই শুরু হয়েছে কার্যক্রম। আর সেটা সফল হতে চলেছে। আগামী জুনেই ঢাকায় আসতে পারে বিশ্বকাপ জয়ী মেসির আর্জেন্টিনা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচও খেলবে মেসিরা। প্রতিপক্ষ কারা, তা এখনো চূড়ান্ত হয়নি।

মেসিদের ঢাকায় আসা অনেকটাই চূড়ান্ত। তবে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি জানান, ‘আর্জেন্টিনার সফর প্রায় চূড়ান্ত। এখন শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। তারা আমাদের জানিয়েছে যে, জুনের ফিফা উইন্ডোতে তারা আসতে চায়।’

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনা খেলবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। তবে মেসিদের প্রতিপক্ষ সম্পর্কে সালাউদ্দিন বলেন, ‘আর্জেন্টিনা তাদের কোচের সঙ্গে আলোচনা করে কয়েকটি দেশের নাম দেবে আমাদের। তারপর সেই নামগুলো নিয়ে কাজ করব আমরা।’ মেসিদের ঢাকায় আসা নিয়ে চূড়ান্ত সবকিছু জানা যাবে হয়তো আগামীকাল। এ লক্ষ্যে বাফুফে সংবাদ সম্মেলন ডেকেছে বুধবার। দুপুর আড়াইটায় হবে প্রেস ব্রিফিং।

মেসিদের ঢাকায় আসা নতুন কিছু না। এর আগে ২০১১ সালে প্রথমবারের মতো ঢাকায় এসেছিল মেসির আর্জেন্টিনা। ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনা প্রীতি ম্যাচ খেলেছিল আফ্রিকান দেশ নাইজেরিয়ার বিরুদ্ধে।

এবার মেসিদের ঢাকায় আসা ভিন্ন আবহের। মাসখানেক আগেই ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে মেসিরা। এই বিশ্বকাপে অকুণ্ঠ সমর্থনের কারণে বাংলাদেশ সম্পর্কে ভালোমতো জেনেছে আর্জেন্টিনা। তাতে দুই দেশের হৃদ্যতা বেড়েছে কয়েকগুণ।