দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭১টির বা ২০.২৯ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবস ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮৩.৩০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৯১.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৮.২০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইস্টার্ন হাউজিং ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- সি পার্ল বিচ রিসোর্ট এবং স্পা ৮.১৮ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৭.২৭ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৬.৩৮ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ৬.৩৮ শতাংশ, অনন্য হোটেল ও রিসোর্টের ৬.২০ শতাংশ,

বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকের ৫.৯৬ শতাংশ, এডিএন টেলিকমের ৫.৩৮ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৫.২৬ শতাংশ ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫.১৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।