দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি ক্রাউন সিমেন্টের পরিচালনা পর্ষদ জয়েন্ট ভেঞ্চার কনসর্টিয়ামে চুক্তি (জেভিসিএ) করার সিদ্ধান্ত নিয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি মাতারবাড়ি ২.৬০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে মসৃণ এবং নিয়মিত সিমেন্ট উৎপাদনের জন্য শুকনো ছাই সংগ্রহের জন্য চুক্তি করবে। এছাড়া কোম্পানিটি ২৪৫ ডেসিমেল জমি মুক্তারপুর কারখানা সংলগ্ন এলাকায় কিনবে। প্রতি ডেসিমেল জমি কিনতে কোম্পানিটির ৬ লাখ টাকা ব্যায় হবে।