দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্যাসিফিক ডেনিমস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৫২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৭৫৯ বারে ৯৮ লাখ ৮০ হাজার ৬৩১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ২ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে বিডি থাইয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৭৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৬৬৩ বারে ৪৬ লাখ ৫১ হাজার ৩৭১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৩৪ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা আরএসআরএম স্টিলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬০১ বারে ৬ লাখ ৫৮ হাজার ১৬৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে: ইভেন্স টেক্সটাইলের ৫.৭৬ শতাংশ, এমবি ফার্মার ৫.৩৭ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৫.২৩ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৪.৯৫ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৪.৭০ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৪.১৬ শতাংশ এবং ঢাকা ডাইংয়ের শেয়ার দর ৩.৬৪ শতাংশ কমেছে।