দেশ প্রতিক্ষণ, ঢাকা: চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৪ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ কর্তৃক শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ডিভিডেন্ড এজিএমে অনুমোদন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও লঙ্কাবাংলা সিকিউরিটিজ সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো: রেনেটা, স্কয়ার ফার্মা, স্কয়ার টেক্সটাইল, ইউনাইটেড পাওয়ার, কোহিনুর কেমিক্যাল, জেমিনি সী ফুড, ইভিন্স টেক্সটাইল-ইটিএল, আরগন ডেনিম, রহিমা ফুড, ডেল্টা লাইফ, অ্যাপেক্স ট্যানারি, মোস্তফা মেটাল, ইউনিক হোটেল, আল মদিনা ফার্মা, বিডি ল্যাম্প, নিয়ালকো, কেডিএস অ্যাক্সেসরিজ, কাশেম ইন্ডাষ্ট্রিজ, হিমাদ্রি, বেঙ্গল উইন্ডশোর, দেশ গার্টেমন্টস, মুন্নু ফেব্রিকস ও অ্যাম্বি ফার্মা লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে রেনেটা ৬২.৫০ শতাংশ ক্যাশ, স্কয়ার ফার্মা ১০৫ শতাংশ ক্যাশ, স্কয়ার টেক্সটাইল ৩০ শতাংশ ক্যাশ, ইউনাইটেড পাওয়ার ৮০ শতাংশ ক্যাশ, জেমিনি সী ফুড ২০ শতাংশ ক্যাশ ও ১০০ শতাংশ বোনাস, কোহিনুর কেমিক্যাল ৪০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস, ইটিএল ২.২৫ শতাংশ ক্যাশ, আরগন ডেনিম ১০ শতাংশ ক্যাশ, রহিমা ফুড ১০ শতাংশ ক্যাশ, ডেল্টা লাইফ ৩০ শতাংশ ক্যাশ, অ্যাপেক্স ট্যানারি ৫ শতাংশ ক্যাশ,

মোস্তফা মেটাল ৩ শতাংশ ক্যাশ, ইউনিক হোটেল ২০ শতাংশ ক্যাশ, আল মদিনা ফার্মা ১০ শতাংশ ক্যাশ, বিডি ল্যাম্প ১০ শতাংশ ক্যাশ, ট্রাস্ট ইসলামী লাইফের ২ শতাংশ ক্যাশ (অন্তবর্তী), নিয়ালকো ১১ শতাংশ ক্যাশ, কেডিএস অ্যাক্সেসরিজ ১০ শতাংশ ক্যাশ, কাশেম ইন্ডাষ্ট্রিজ ১.৫০ শতাংশ ক্যাশ, হিমাদ্রি ২০ শতাংশ ক্যাশ ও ৭০০ শতাংশ বোনাস,

বেঙ্গল উইন্ডশোর ৩ শতাংশ ক্যাশ, দেশ গার্টেমন্টস ৩ শতাংশ ক্যাশ, মুন্নু ফেব্রিক ১ শতাংশ ক্যাশ ও অ্যাম্বি ফার্মা ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো সবগুলোরই ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলোর মধ্যে: ৯ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় রেনেটার এজিম অনুষ্ঠিত হবে ।

১০ ডিসেম্বর এজিএম অনুষ্ঠিত হবে ডেল্টা লাইফ ইন্সুরেন্স সকাল ১১টায়, কোহিনুর কেমিক্যালের বিকাল ৩টায়, রহিমা ফুডের সাড়ে ৩টায়, আরগন ডেনিমের বিকাল ৩টায় ও ইটিএলের বিকাল সাড়ে ৪টায়। ১১ ডিসেম্বর এজিএম অনুষ্ঠিত হবে ইউনিক হোটেলের সকাল সাড়ে ১০টায়, অ্যাপেক্স ট্যানারির সকাল ১১টায়, মোস্তফা মেটালের সকাল সাড়ে ১১টায় ও ট্রাস্ট ইসলামী লাইফের বিকাল সাড়ে ৩টায়।

১৪ ডিসেম্বর এজিএম অনুষ্ঠিত হবে ইউনাইটেড হোটেলের সকাল ১১টায়, অ্যাম্বি ফার্মার সকাল ১১টায়, মুন্নু ফেব্রিকের সকাল ১১টায়, জেমিনি সি ফুডের সকাল সাড়ে ১১টায়, দেশ গার্মেন্টসের সকাল সাড়ে ১১টায়, বেঙ্গল উইন্ডশোর দুপুর ১২টায়, হিমাদ্রির বিকাল সাড়ে ৩টায়।