দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ০২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৭৫ বারে ৩ লাখ ৫২ হাজার ৮৩৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৮৪ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে বিডি থাই এ্যালুমিনিয়ামের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৯০১ বারে ৪১ লাখ ১৪ হাজার ৫৫৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৭৩ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৩৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬৮৪ বারে ২ লাখ ৩৫ হাজার ৪৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ১২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে: যমুনা অয়েলের ৬.৩৬ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৬.১১ শতাংশ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের ৬.০১ শতাংশ, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ৫.২৮ শতাংশ, সমরিতা হাসপাতালের ৪.৭৩ শতাংশ, এমারেল্ড অয়েলের ৪.১৫ শতাংশ এবং সি পার্ল বিচের ৩৮৬১ শতাংশ শেয়ার দর কমেছে।