দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ০১ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ১৯০ বারে ৪৫ লাখ ৩৭ হাজার ৪২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৭৭ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা কে এন্ড কিউয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৮২ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ৪২৬ বারে ৩ লাখ ২১ হাজার ৮৯২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ২১ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা এমবি ফার্মাসিউটিক্যালসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ১১ শতাংশ । কোম্পানিটি ৭৭৮ বারে ১৪ হাজার ৪০১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ২৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: ডেল্টা স্পিনার ৪.৪৪ শতাংশ, লিব্রা ইনফিউশনের ৪.৩৮ শতাংশ, ইভেন্স টেক্সটাইলের ৩.৭৯ শতাংশ, জেমিনি সি ফুডের ৩.৭৪ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৩.১৪ শতাংশ, খান ব্রাদার্স পিপির ২.৯৭ শতাংশ এবং দেশ বন্ধু পলিমারের ২.৯৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।