দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে জিএসপি ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৭৮ বারে ৬৭ হাজার ৫৯৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৭ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১০৯ বারে ২ লাখ ৫১ হাজার ৩৭৪ টি শেয়ার লেনদেন করে।

যার বাজার মূল্য ৫৩ লাখ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৭২ বারে ১ লাখ ৩০ হাজার ৪৫৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে: কাট্টালি টেক্সটাইলের ৯.৫৫ শতাংশ, দুলামিয়া কটন স্পিনিং মিলসের ৬.৩৮ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৬.২৯ শতাংশ, উসমানিয়া গ্লাসের ৫.৫৪ শতাংশ, সমরিতা হসপিটালের ৫.৫৪ শতাংশ, তাল্লু স্পিনিং মিলসের ৫.৪১ শতাংশ এবং ইবিএল ফার্স্ট ফান্ডের ৫.৩৬ শতাংশ শেয়ার দর কমেছে।