দেশ প্রতিক্ষণ, ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬০ দশমিক ১০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৬০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩ লাখ ২০ হাজার টাকা।

কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য না থাকলেও অস্বাভাবিক লেনদেন ও শেয়ারদর বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। সম্প্রতি এমন অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি এমন তথ্য জানায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে, সম্প্রতি কোম্পানিটির অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই নোটিশ পাঠায়। জবাবে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে বলে জানায় কোম্পানি কর্তৃপক্ষ।

এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯৬ শতাংশ বা ২ টাকা ৮০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৩০ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে শেয়ারদর ৩০ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়। এদিন ৫ হাজার ৩০৬টি শেয়ার ৭৪ বার হাতবদল হয়, যার বাজারদর এক লাখ ৬০ হাজার টাকা।

উল্লেখ্য যে, সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার গত ২৪ জানুয়ারি থেকে লেনদেন শুরু হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‘এন’ ক্যাটেগরিতে কোম্পানিটির শেয়ার লেনদেন হচ্ছে। এর ট্রেডিং কোড ‘এসআইসিএল’। কোম্পানি কোড ‘২৫৭৫৮’। এর আগে বিএসইসির ৮৮২তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।

জানা গেছে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ইন্স্যুরেন্সটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২ কোটি ৭৯ লাখ টাকা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল ২ কোটি ৩২ লাখ টাকা। আলোচ্য সময়ে ইন্স্যুরেন্সটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৭ পয়সা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল ৯৭ পয়সা। তবে আইপিও-পরবর্তী ইন্স্যুরেন্সটির ইপিএস হবে ৭০ পয়সা।

এদিকে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সিকদার ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৩৭ পয়সা, আইপিও-পরবর্তী যা হবে ২২ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৩ শেষে আইপিও-পূর্ববর্তী নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৯০ পয়সায়, আইপিও-পরবর্তী পরিশোধিত শেয়ার বিবেচনায় যা হবে ২১ টাকা ৯৪ পয়সা।