দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় দরপতনে লেনদেন শেষ হয়েছে। তবে টানা তিন কার্যদিবস দরপতনে ফের নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিনিয়োগকারীদের মাঝে। ফলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা হাতে থাকা শেয়ার লোকসানে বিক্রি করছেন। যার ফলে বাজারে সেল প্রেসার বেড়ে যায়। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান ডিএসইএক্স কমেছে ২৩ পয়েন্টের বেশি। সূচকের এমন বড় পতনের দিনেও পতন থামাতে চেয়েছে ৮ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো: রেনাটা লিমিটেড, বিকন ফার্মা, হাইডেলবার্গ সিমেন্ট, ব্রাক ব্যাংক, খান ব্রাদার্স, লাফার্জ হোলসিম, এডিএন টেলিকম এবং আফতাব অটোমোবাইলস লিমিটেড। কোম্পানিগুলোর দর বাড়ার কারণে আজ ডিএসইর সূচক বেড়েছে প্রায় ১৭ পয়েন্ট। আজ ডিএসইর পতন থামানোর চেষ্টায় সবচেয়ে অগ্রণী ভূমিকায় ছিল রেনাটা লিমিটেড। এদিন ডিএসইর সূচক ইতিবাচক রাখতে কোম্পানিটির ভূমিকা ছিল ৬.৯০ পয়েন্ট।

আজ ডিএসইর পতন থামানোর চেষ্টায় দ্বিতীয় ভুমিকায় ছিল বিকন ফার্মা। এদিন ডিএসইর সূচক ইতিবাচক রাখতে কোম্পানিটির ভূমিকা ছিল ১.৮১ পয়েন্ট। একইভাবে আজ ডিএসইর পতন থামাতে চেয়েছে হাইডেলবার্গ সিমেন্ট ১.৭২ পয়েন্ট, ব্রাক ব্যাংক ১.৬২ পয়েন্ট, খান ব্রাদার্স ১.৪৪ পয়েন্ট, লাফার্জ হোলসিম ১.৪০ পয়েন্ট, এডিএন টেলিকম ১.০৮ পয়েন্ট এবং আফতাব অটোমোবাইলস লিমিটেড ০.৮৩ পয়েন্ট।