দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ১০ বারে ৮৯০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। তালিকায় ২য় স্থানে থাকা পেপার প্রসেসিংয়ের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ৭ বারে ৩২৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫০ হাজার টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা কুইন সাউথ টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৯ শতাংশ। কোম্পানিটি ৯৫০ বারে ১৫ লাখ ৪২ হাজার ৪৫৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৭৭ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: এস্কয়ার নিটের ৯.৬৯ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৯.০২ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৮.৯৭ শতাংশ, একটিভ ফাইনের ৮.৫৭ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৭.৩২ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৬.৮২ শতাংশ এবং এসএস স্টিলের ৬.৩৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।