দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের সামান্য দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে টানা সাত কার্যদিবস ১৯০ পয়েন্ট সূচকের দরপতনের আতঙ্কিত বিনিয়োগকারীরা। আজ ঢাকা স্টক এক্সেচেঞ্জের (ডিএসই) প্রধান ডিএসইএক্স কমেছে প্রায় ৩ পয়েন্ট। এদিন সূচকের বড় পতন ঘটাতে চেয়েছে ১০ কোম্পানির শেয়ার।

মুলত লেনদেনের শুরু থেকে ১০ কোম্পানির শেয়ার বিক্রির হিড়িক ছিল। লঙ্কাবাংলা ফাইন্যান্স অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো: রেনাটা লিমিটেড, বিকন ফার্মা, আফতাব অটোমোবাইলস, খান ব্রাদার্স, বেক্সিমকো ফার্মা, আল-আরাফা ইসলামি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, শাহজালাল ইসলামি ব্যাংক এবং বিএসআরএম স্টিলস লিমিটেড।

আজ কোম্পানিগুলোর শেয়ারদর কমার কারণে সূচক কমেছে প্রায় ১৫ পয়েন্ট। আজ ডিএসইর সূচকে বড় পতন ঘটাতে চাওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে এগিয়েছিল রেনাটা লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আজ কমেছে ৭ টাকা ৮০ পয়সা। যে কারণে কোম্পানিটি ডিএসইর সূচক নেতিবাচক রেখেছে ২.০৩ পয়েন্ট। এদিন সূচক পতন বড় পতন ঘটানোর চেষ্টায় দ্বিতীয় কোম্পানি ছিল বিকন ফার্মা। কোম্পানিটির শেয়ারদর আজ কমেছে ২ টাকা ৯০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক কমেছে ১.৮৮ পয়েন্ট।

একইভাবে আজ ডিএসইর সূচকের পতন ঘটানোর নেপথ্যে ভূমিকায় ছিল আফতাব অটোমোবাইলস ১.৭৭ পয়েন্ট, খান ব্রাদার্স ১.৬৬ পয়েন্ট, বেক্সিমকো ফার্মা ১.৬০ পয়েন্ট, আল-আরাফা ইসলামি ব্যাংক ১.২৯ পয়েন্ট, সাউথইস্ট ব্যাংক ১.২১ পয়েন্ট, ন্যাশনাল ব্যাংক ১.১৯ পয়েন্ট, শাহজালাল ইসলামি ব্যাংক ১.০৮ পয়েন্ট এবং বিএসআরএম স্টিলস লিমিটেড ১.০২ পয়েন্ট।