দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস (আরএসআরএম) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৮২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৫০ বারে ২ লাখ ১১ হাজার ৮১৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪০ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে সামিট পাওয়ারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৫৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬৯৭ বারে ১৫ লাখ ৪১ হাজার ১৬৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৫ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্স পিপির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ০৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২১০ বারে ২ লাখ ৩১ হাজার ৮৩০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৯৯ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে: আইটি কনসালটান্টস, জিএসপি ফাইন্যান্স, আমরা নেটওয়ার্কস, বেস্ট হোল্ডিংস, ইন্টারন্যাশনাল লিজিং, অগ্ণি সিস্টেমস এবং বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।