পুঁজিবাজারে সপ্তাহজুড়ে বাজার মূলধন উধাও ১৩ হাজার কোটি টাকা
আবদুর রহমান, দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের বড় দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। গত সপ্তাহে টানা চার কার্যদিবস দরপতন দেখা গেল পুঁজিবাজারে। ফলে সপ্তাহজুড়ে মূল্য সূচক কমার পাশাপাশি দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যক কোম্পানি। ডিএসই ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) মোট বাজার মূলধন কমেছে ১৩ হাজার ১০১ কোটি ৯৪ লাখ টাকার বেশি।
সপ্তাহজুড়ে ডিএসইর লেনদেন কমেছে ৪৩.৩৮ শতাংশ। এছাড়া অপর পুঁজিবাজার সিএসইতে সূচক পতনে লেনদেন কমেছে ৫৩.৪৮ শতাংশ। এর মধ্যে সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৪ হাজার কোটি টাকার ওপরে কমে গেছে। এর মাধ্যমে টানা দুই সপ্তাহের পতনে ডিএসইর বাজার মূলধন ১০ হাজার কোটি টাকার ওপরে কমে গেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৬ হাজার ৪৬৬ কোটি ৮৬ লাখ ৮০ হাজার টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬২ হাজার ১৪ কোটি ৭৪ লাখ ৫৬ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৪ হাজার ৪৫২ কোটি ১২ লাখ ২৪ হাজার টাকা কমেছে।
আর সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৩৭০ কোটি ১৪ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয় ৭ হাজার ৪৪০ কোটি ৩৯ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন কমেছে হাজার ৪ হাজার ৭০ কোটি ২৫ লাখ টাকা বা ৪৩ দশমিক ৩৮ শতাংশ।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৬২.৩০ পয়েন্ট বা ০.৯৮ শতাংশ কমে অবস্থান করছে ৬ হাজার ২৭৩.৯৬ পয়েন্টে। আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ ডিএস৩০ সূচক ১৭.৪৯ পয়েন্ট ০.৮১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৯.৫৮ পয়েন্টে। সপ্তাহের ব্যবধানে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২১.৬৯ পয়েন্ট ১.৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬০.৫২ পয়েন্টে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৪০৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ২৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।
অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৬৬.৯১ পয়েন্ট বা ১.৫২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৭৮৩.৫৫ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২৮৫.৪৭ পয়েন্ট বা ১.৫৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫.২০ পয়েন্টে, শরিয়াহ সূচক ২১.৬২ পয়েন্ট বা ১.৮৪ শতাংশ কমে ১ হাজার ১৫১.৮৭ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৫৪.৯৭ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ কমে ১৩ হাজার ৪১৫.৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৭৩ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার ৬ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৫৮ কোটি ৭৫ লাখ ১২ হাজার ১৩৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৮৪ কোটি ৯০ লাখ ৪৮ হাজার ১২৯ টাকা বা ৫৩.৪৮ শতাংশ কমেছে। আলোচ্য সপ্তাহে সিএসইতে ৩৩৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছিল। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, দর কমেছে ২১৪টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ২৮টির কোম্পানির।
গত সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে সিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৩ হাজার ৬৪৯ কোটি ৩৬ লাখ টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৫৪ হাজার ৯৯৯ কোটি ৫৪ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৮ হাচার ৬৪৯ কোটি ৮২ লাখ টাকা কমেছে।