দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের বড় দরপতনে লেনদেন শেষ হয়েছে। ফলে এক কার্যদিবসের ব্যবধানে ফের দরপতনে পুঁজি নিয়ে দু:চিন্তায় বিনিয়োগকারীরা। তাছাড়া গতিহীন পুঁজিবাজারে আস্থা সংকটে ভুগছেন বিনিয়োগকারীরা।

ফলে সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে ১৪.৩২ পয়েন্ট সূচকের উধাও হয়ে গেছে। এদিন ডিএসইতে সূচকের সাথে লেনদেন ৫৭ কোটি টাকার বেশি কমেছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে বেড়েছে লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই’র সূত্র মতে, সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ২৪৩টির ও অপরিবর্তিত রয়েছে ৫৬টির। আজ ডিএসইতে ৮০৪ কোটি ৯৮ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে বৃহস্পতিবারের ব্যবধানে ৫৭ কোটি ১৯ লাখ ২৪ হাজার টাকা কম লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার ডিএসইতে ৮৬২ কোটি ১৮ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৪.৩২ পয়েন্ট বা ০.২২ শতাংশ কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৯.৬৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.০৩ পয়েন্ট ০.১৪ শতাংশ কমে অবস্থান করছে ১ হাজার ৩৬২.৫৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২.৩০ পয়েন্ট ০.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৭.২৭ পয়েন্টে।

অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৪১.৮০ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৭৪১.৭৪ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৭৩.০৯ পয়েন্ট বা ০.৪০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৩২.১১ পয়েন্টে, শরিয়াহ সূচক ২.৫৫ পয়েন্ট বা ০.২২ শতাংশ কমে ১ হাজার ১৪৯.৩১ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৪৬.৮০ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ কমে ১৩ হাজার ৩৬৯.১৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ সিএসইতে ২৪৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১৩৮টির ও অপরিবর্তিত রয়েছে ৩১টির। দিন শেষে সিএসইতে ১২ কোটি ২১ লাখ ১৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১১ কোটি ৯২ লাখ ৩১ হাজার টাকার শেয়ার।