মোঃ সিরাজুল মনির, দেশ প্রতিক্ষণ, চট্টগ্রাম ব্যুরো: বিজিএমইএর নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে সম্মিলিত পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে। নির্বাচনে সর্বমোট ২২১৮ ভোটের মধ্যে ২০৬৫ ভোট গণনা হয়েছে। ১৫৩ ভোট বাতিল হয়েছে। নির্বাচনে দুইটি প্যানেল থেকে সর্বমোট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে নিয়মানুযায়ী ঢাকা অঞ্চলে ২৬ জন এবং চট্টগ্রাম অঞ্চলে ৯ জন মিলে ৩৫ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এরা সকলেই সম্মিলিত পরিষদের। ফোরামের প্যানেল পুরোপুরিই পরাজিত হয়েছে।

গত শনিবার রাতে প্রাপ্ত ফলাফলে চট্টগ্রামে রাকিবুল আলম চৌধুরী ১৩৯৭, সৈয়দ নজরুল ইসলাম ১৩৮৫, মোহাম্মদ মুসা ১৩৪৭, আমজাদ হোসেন চৌধুরী ১৩৩৩, মোহাম্মদ আহসানুল হক ১৩২৪, মোস্তফা সারওয়ার রিয়াদ ১৩০২, মোহাম্মদ রাকিব আল নাসের ১২৯২, গাজী এমডি শহীদুল্লাহ ১২৬১, মো. আবছার হোসেন ১২৩৪ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন।

তাদের প্রতিদ্বন্দ্বী সেলিম রহমান ৯৬৯, মো. এম মহিউদ্দিন চৌধুরী ৮৬২, মোহাম্মদ সাইফ উল্ল্যাহ ৭৯০, মোহাম্মদ রফিক চৌধুরী ৭১৬, মোরশেদ কাদের চৌধুরী ৬৯৯, রিয়াজ ওয়াইয়েজ ৬৭৭, আরশাদুর রহমান ৬৭৩, বিজয় শেখর দাশ ৬৬৪ এবং ওয়াদুদ মোহাম্মদ চৌধুরী ৬৬০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

ঢাকা অঞ্চলে মোহাম্মদ শহীদুল্লাহ আজীম ১৪৭৭ ভোট, এস এম মান্নান কচি ১৪৫২ ভোট, আসিফ আশরাফ ১৪৩৪ ভোট, আবদুল্লাহ হিল রাকিব ১৪২৪ ভোট, মোহাম্মদ ইমরানুর রহমান ১৩৯৭ ভোট, আরশাদ জামাল দিপু ১৩৯৭ ভোট, মীরান আলী ১৩৭৬ ভোট, শোভন ইসলাম ১৩৭৩ ভোট, হারুন অর রশীদ ১৩৫৭ ভোট, মোহামেদ সোহেল সাদাত ১৩৩৮, মোহাম্মদ আশিকুর রহমান তুহিন ১৩৩২, আনোয়ার হোসেন মানিক ১৩৩২, শামস মাহমুদ ১৩২৭, মেজবাহ উদ্দীন খান ১৩২৭, খোন্দকার রফিকুল ইসলাম ১৩২৬, মোহাম্মদ নাসির উদ্দীন ১৩২২, রাজিব চৌধুরী ১৩২২, আবরার হোসেন সায়েম ১৩০৭, মোহাম্মদ শাহাদাত হোসেন ১২৯৪, মোহাম্মদ জাকির হোসেন ১২৯১, নুসরাত বারী আশা ১২৮৯, মোহাম্মদ মহিউদ্দীন রুবেল ১২৭৫, সেরিন সালাম ঐশী ১২৪৫, মোহাম্মদ নুরুল ইসলাম ১২৩৯, শফীউদ্দীন সিদ্দিকী সাগর ১১৯৭, মোহাম্মদ রেজাউল আলম মিরু ১১৮৮ ভোট পেয়ে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।

তাদের প্রতিদ্বন্দ্বী শাহ রায়িদ চৌধুরী ৯৯৮, মিজানুর রহমান ৯৬১, ফয়সাল সামাদ ৮৬৪, মোহাম্মদ আবদুস সালাম ৮৩৪, বিদিয়া অমৃত খান ৮০৯, আসিফ ইব্রাহীম ৭৯৩, মোহাম্মদ রেজোয়ান সেলিম ৭৭৩, নাফিস উদ দৌলা ৭৬৪, ইনামুল হক খান বাবলু ৭৬২, মাসেদ রুম্মান আবদুল্লাহ ৭১৯, মোহাম্মদ শিহাবউদ্দৌজা চৌধুরী ৬৯৫, সামিয়া আজীম ৬৬৩, ওসামা তাসির ৬৫৮, রোমানা রশীদ ৬৫৩, মজুমদার আরিফুর রহমান ৬২৮, শেখ এইচ এম মোস্তাফিজ ৬১৫, মোহাম্মদ সোহেল ৫৯৯, এ এম মাহমুদুর রহমান ৫৯৮, মোহাম্মদ খায়ের মিয়া ৫৮৫, খান মনিরুল আলম ৫৮১, কাজী মিজানুর রহমান ৫৭৭, মাহির মান্নান ৫৫১, এম সাজেদুল করিম ৫৪৬, এমডি সাবদের হোসেন ৫৪০, ওয়াসিম জারারিয়া ৪৯৮ এবং শারিক রহিম ৪৮৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

টানা দ্বিতীয় বারের মতো নির্বাচনে জিতে গতরাতে দৈনিক দেশ প্রতিক্ষণের সঙ্গে আলাপকালে বিজিএমইএ প্রথম সহ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, তৈরি পোশাকখাত বড় চ্যালেঞ্জের মুখে। ইউক্রেন–রাশিয়া যুদ্ধ, জাহাজ ভাড়া বৃদ্ধিসহ বৈশ্বিক নানা সংকট মোকাবেলা করতে হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় নেতৃত্ব দেয়ার জন্য তৈরি পোশাক মালিকেরা পুনরায় তাদের বেছে নিয়েছেন বলে তিনি মন্তব্য করেন। তিনি বিগত সময়ের মতো সামনের দিনগুলোতেও সকলকে সাথে নিয়ে সেক্টরের উন্নয়ন ও বিকাশে কাজ করবেন বলে জানান।