দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ২৪৫ বারে ১৮ হাজার ৬৬৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৬৭ বারে ১১ লাখ ৫৯ হাজার ২২৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৩২ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা গোল্ডেন সনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৫৭ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৩৭৯ বারে ৯১ লাখ ২৭ হাজার ৯৭৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২০ কোটি ১৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: মুন্নু ফেব্রিক্সের ৭.৪৫ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৬.২৭ শতাংশ, বিডি থাই এলুমিনিয়ামের ৫.০৪ শতাংশ, সোনালি লাইফ ইন্স্যুরেন্সের ৪.৯১ শতাংশ,ইভেন্স টেক্সটাইলের ৪.৬৯ শতাংশ, আফতাব অটোমোবাইলের ৪.৩৬ শতাংশ এবং কাট্রালি টেক্সটাইলের ৩.২৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।