দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে দেশের দুই স্টক এক্সচেঞ্জে চার কার্যদিবস লেনদেন হয়েছে। এই চার কর্মদিবসে উভয় বাজারে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শীর্ষ ৪ কোম্পানির শেয়ার। যার মাধ্যমে ৪ কোম্পানি উভয় স্টক এক্সচেঞ্জে টার্নওভার বা লেনদেনের শীর্ষ তালিকায় অবস্থান করেছে।

কোম্পানিগুলো হলো: এশিয়াটিক ল্যাবরেটরিজ, বেস্ট হোল্ডিংস, ওরিয়ন ইনফিউশন ও গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টার্নওভার বা লেনদেন তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। আলোচ্য সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির ১৬ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) টার্নওভার বা লেনদেন তালিকায় কোম্পানিটি প্রথম স্থানে অবস্থান করেছে। আলোচ্য সপ্তাহে সিএসইতে কোম্পানিটির ১২ কোটি ৬৫ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর টার্নওভার বা লেনদেন তালিকার চতুর্থ স্থানে অবস্থান করেছে বেস্ট হোল্ডিংস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৬ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর টার্নওভার বা লেনদেন তালিকায় কোম্পানিটি ষষ্ঠ স্থানে অবস্থান করেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২ কোটি ২৬ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর টার্নওভার বা লেনদেন তালিকায় সপ্তম স্থানে অবস্থান করেছে ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১১ কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর টার্নওভার বা লেনদেন তালিকায়ও কোম্পানিটি সপ্তম স্থানে অবস্থান করেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৫৪ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর টার্নওভার বা লেনদেন তালিকায় অস্টম স্থানে অবস্থান করেছে গোল্ডেন হার্ভেস্ট। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১০ কোটি ৭৫ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর টার্নওভার বা লেনদেন তালিকায় কোম্পানিটি দশম স্থানে অবস্থান করেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৩৩ লাখ ০২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।