দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি রূপালি ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ানোর সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সরকারের অনুকূলে শেয়ার ইস্যুর লক্ষ্যে এই অনুমোদন দেওয়া হয়েছে। এতে করে ব্যাংকটির শেয়ার সংখ্যা বাড়বে এবং কমে আসবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সরকার নিয়ন্ত্রিত এ ব্যাংকটির অনুমোদিত মূলধন ৭০০ কোটি থেকে ২ হাজার ৫০০ কোটিতে উন্নিত করা হবে। সরকারের ইক্যুইটি বিনিয়োগের বিপরীতে শেয়ার ইস্যুর লক্ষ্যে এই উন্নিত করা হয়েছে।