দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ২২ হাজার ৩৫৯ বারে ৬৬ লাখ ৮০ হাজার ১৬১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৩ লাখ ৩ হাজার টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা রূপালী ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৯১ বারে ১৫ লাখ ৯২ হাজার ৮২১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৪৩ লাখ ৬০ হাজার টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ক্রিস্টাল ইন্সুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৪৭ শতাংশ। কোম্পানিটি ৫৪৮ বারে ১ লাখ ৫৩ হাজার ৬৭০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৬৯ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক ফান্ডের ৩.৮৫ শতাংশ, এমারেল্ড অয়েলের ৩.৪৩ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৩.৩৬ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৩.২৮ শতাংশ, রুপালী লাইফ ইন্স্যুরেন্সের ২.৯৫ শতাংশ, শাশা ডেনিমসের ২.৭১ শতাংশ এবং এনভয় টেক্সটাইলের ২.৫৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।