দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ২৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৭৮ বারে ১০ লাখ ৫৪ হাজার ৫৬৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৫৫ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৩২ বারে ১ লাখ ১৬ হাজার ৩০২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ২৪ লাখ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা ইভেন্স টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৫১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৬৪ বারে ২০ লাখ ১৩ হাজার ৫১৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৬৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধে: আফতাব এগ্রোর ৮.২৩ শতাংশ, ইনটেকের ৮.১৪ শতাংশ,আফতাব অটোমোবাইলের ৭.৯৪ শতাংশ, লিগ্যাসি ফুডওয়ারের ৭.১২ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৭.০৮ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৬.৮৬ শতাংশ এবং এমারেল্ড অয়েলের ৬.৮৬ শতাংশ শেয়ার দর কমেছে।