এশিয়ান টাইগার সন্ধানী ফান্ডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০২৪-০৩-২৮ ৫:৫৫:২৯ অপরাহ্ন
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের কোম্পানি এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। দ্বিতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ০১ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ১৭ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর,২৩) ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ০৫ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ২৩ পয়সা। দ্বিতীয় প্রান্তিক শেষে বাজারমূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১০ টাকা ২০ পয়সা।