দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি শরিয়াহভিত্তিক ব্যবসা শুরুর অনুমোদন পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটিকে শরীয়াহভিত্তিক ব্যবসা কার্যক্রম চালু করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ২৪ মার্চ এই অনুমোদন প্রদান করা হয়। ন্যাশনাল হাউজিং তাদের ১০টি শাখায় ‘ইসলামিক বিজনেস উইং’ এর মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করবে।