দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৬ দশমিক ০৭ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৩.৫০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এএফসি এগ্রো বায়োটেকের শেয়ার দর কমেছে ১৪ দশমিক ১২ শতাংশ।শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৪.৬০ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৬.৪১ শতাংশ শেয়ার দর কমেছে ১৪ দশমিক ১১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৪ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– ফরচুন সুজের ১৩.৫০ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১২.৫০ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ১২.৫০ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ১১.৯৮ শতাংশ, ওরিয়ন ইফিউশনের ১১.৯৫ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পসের ১১.৫৩ শতাংশ এবং সাইফ পাওয়ারটেকের ১১.২৬ শতাংশ শেয়ার দর কমেছে।