দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরটরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ১৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬ হাজার ১৫৪ বারে ৪৩ লাখ ৮৮ হাজার ৪১৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ কোটি ৫৫ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রেকিট বেনকিজারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৬২ বারে ১ হাজার ২১৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৫ লাখ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৪৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫১ বারে ৩৫ হাজার ২৩১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে রয়েছে: ফার্স্ট ফাইন্যান্স, উত্তরা ফাইন্যান্স, কেয়া কসমেটিকস, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড, নিটল ইন্স্যুরেন্স, ফ্যামিলিটেক্স এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।