দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি৫৬ বারে ৫ লাখ ১৯ হাজার ৬১৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা ম্যাকসন্স স্পিনিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ১৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৯৩ বারে ২০ লাখ ৯৪ হাজার ৮৪০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৬৪ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ম্যাকসন্স স্পিনিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৫২৭ বারে ২৪ লাখ ৭৯ হাজার ২৫০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৪৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে: ই-জেনারেশন, ট্রাস্ট ব্যাংক, শাইনপুকুর সিরামিকস, কেএন্ডকিউ, ফার কেমিক্যাল, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।